প্রকাশিত: Mon, Jan 22, 2024 10:13 PM
আপডেট: Sat, Dec 6, 2025 7:52 PM

[১]সরকার না চাইলেও জাতীয় পার্টি প্রধান বিরোধী দল: জিএম কাদের

মোস্তাফিজার বাবলু, রংপুর: [২] জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালী বিধি অনুযায়ী অন্য কারো সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই। এতে সরকার চান আর' না চান তাতে জাতীয় পার্টির কিছু যায় আসে না,আমরাই প্রধান বিরোধী দল হিসেবে জনগণের পক্ষে সংসদে থাকবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে ঘোষণা দেয়ার প্রসঙ্গ বিষয়ে জানতে চাইলে জাপার চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। 

[৩] তিনি আরও বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহ। দেশে চলমান নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বেশি, যা সাধারণত জণগণের জন্য খাবার চাহিদা পূরণ করাটাই অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজ সাধারণ মানুষ অর্থ অভাবে পেটভরে খাইতে পারছে না। যদি নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম কমিয়ে না আসা যায়, তাহলে দেশের জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে। আমরা সর্বপরি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমিয়ে আনার জন্য জনগণের পক্ষে সংসদে কথা বলবো।

[৪] তবে প্রধান বিরোধী দল নিয়ে যেহেতু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চিঠি বা ঘোষণা পাইনি। জাতীয় পার্টি সংসদে এবং বাইরে সব সময় সরকারের ভুলের বিষয়ে কথা বলবে এবং জনগণের কথা বলবে। তিনি বলেন, সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক অস্থিরতা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কতুটুকু সক্ষম হবে সেটা এখনই বলা যাচ্ছে না। ২২ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় মরহুম সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এর রংপুরের পৈত্রিক ভিটা বাড়ি স্কাইভিউ'তে এসে সাংবাদিকদের এসব কথা বলেন জি এম কাদের।

[৫] উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্পাদনা: সমর চক্রবর্তী